• রাজশাহী, বাংলাদেশ
  • [english_date]
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ ঢাকাবাসী

প্রকাশ: Friday, 21st November, 2025 3:08

এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ ঢাকাবাসী

অনলাইন ডেস্ক : আজ (শুক্রবার) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বিগত বছরের তুলনায় এটি অন্যতম তীব্র কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

তবে এর তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। অফিস, স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

রামপুরা বাসিন্দা সোনিয়া বলেন, আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ মনে হলো মেঝে দুলছে, প্রথমে বুঝিনি। যখন দেখি জিনিসপত্র পড়ে যাচ্ছে, তখন দৌড়ে নিচে নামি। ২০ বছরের জীবনে এমন কাঁপন দেখিনি।

গুলশানের একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী আজাদ হোসাইন জানান, বিল্ডিংটি এতো জোরে দুলছিল যে আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। সবাই চিৎকার করতে করতে নিচে নামছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮