• রাজশাহী, বাংলাদেশ
  • [english_date]
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

‘পবা–মোহনপুরের মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে ইসলামের পক্ষে ভোট দেবে’-আবুল কালাম আজাদ

প্রকাশ: Thursday, 20th November, 2025 7:25

‘পবা–মোহনপুরের মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে ইসলামের পক্ষে ভোট দেবে’-আবুল কালাম আজাদ

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনকে ঘিরে একটি জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী দিনে পবা–মোহনপুরের জনগণ সৎ নেতৃত্বকে বেছে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে ব্যাপক ভোটে বিজয়ী করবে।

প্রধান অতিথি রাজশাহী-৩ আসন (পবা–মোহনপুর) এর বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, “পবা–মোহনপুরের মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে ইসলামের পক্ষে ভোট দেবে এবং দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে জয়ী করবে।”

তিনি আরও বলেন, এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পবা–মোহনপুরকে দেশের একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।’

এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আমির মাওলানা জি. এম. আব্দুল আউয়াল, উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ, জাহানাবাদ ইউনিয়নের আমির আব্দুল হালিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮